সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগামীকাল দলের নীতি নির্ধারনী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
সোমবার রাত সাড়ে ৮টায় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দলের কমিটি গঠন ও কোন্দল নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৬/মাহবুব