সাপ্তাহিক 'বেগম' সম্পাদক নূরজাহান বেগমের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছেন। রবিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) তাঁর অবস্থা অপরিবর্তনীয় ছিল। শ্বাসকষ্টের পাশাপাশি সন্ধ্যা থেকে নতুন করে তাঁর খিঁচুনি শুরু হয়।
নূরজাহান বেগমের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তার সতীর্থ, সাংবাদিক দিল মনোয়ারা মনু এই প্রতিবেদককে বলেন, তাঁর শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। সন্ধ্যা থেকে নতুন করে আবার খিচুঁনি শুরু হয়েছে। শ্বাসকষ্ট হওয়ায় বর্তমানে তিনি ভেন্টিলেশনের মাধ্যমে শ্বাস নিচ্ছেন। তিনি মাঝে মধ্যে চোখ খুলে তাকাচ্ছেন আবার ঘুমিয়ে পড়ছেন।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে নূরজাহান বেগমকে অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল। গতকাল শনিবার এই অগ্রজ নারী সাংবাদিকের শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
দিল মনোয়ারা মনু জানান, চিকিৎসকরা জানিয়েছেন যে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। নূরজাহান বেগমের উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে সাহায্য কামনা করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে নারীদের অবস্থার উন্নয়ন ও সাহিত্যে নূরজাহান বেগম অনবদ্য অবদান রেখেছেন। এজন্য তিনি বহু পদক ও সম্মাননাও পেয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৮ মে, ২০১৬/ আফরোজ