মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। গতকাল দিবাগত রাতে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
কাশিমপুর কারাগারের জেলার নাশির আহমেদ জানান, গতকাল রাত ১০টা ২৫ মিনিটে মতিউর রহমান নিজামীকে বহনকারী গাড়ি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন গত বৃহস্পতিবার খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর কাশিমপুর কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিবারের সদস্যরা।
বিডি-প্রতিদিন/৯ মে ২০১৬/শরীফ