যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরে কারা কর্তৃপক্ষ প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার জামায়াত আমির নিজামীর রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এখন বিধি অনুযায়ী দণ্ড কার্যকরের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে নিজামীর রিভিউ আবেদন খারিজের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যা পোনে ৭টার দিকে রায়ের কপি নিয়ে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল কারাগারে যান। এখন কারা কর্তৃপক্ষ ফাঁসির আসামি নিজামীকে এই রায় পড়ে শুনিয়ে জানতে চাইবে- তিনি কৃতকর্মের জন্য অনুশোচনার কথা জানিয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না। প্রাণভিক্ষা না চাইলে তার ফাঁসির প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগই কেবল রয়েছে নিজামীর। তিনি তা না চাইলে দণ্ড কার্যকরের পদক্ষেপ নেবে কারা কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার নিজামীর রিভিউ আবেদন খারিজের পর রবিবার রাতেই কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয় তাকে। এই কারাগারেই অন্য যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর হয়েছিল।
এদিকে জামায়াত আমিরের মৃত্যুদণ্ড কার্যকর না করতে বহির্বিশ্ব থেকে কোনো ধরনের চাপ বা হুমকি আছে কি না- এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন, ''কোনো ধরনের হুমকি বাংলাদেশে নেই। বাংলাদেশে হাল ধরেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজেই কোনো ধরনের থ্রেট-ট্রেট নাই আমাদের বাংলাদেশে। আমরা সঠিকভাবে চলছি।''
বিডি-প্রতিদিন/ এস আহমেদ