কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' অর্ধডজন হত্যা মামলার আসামি, অপহরণকারী চক্রের প্রধান, চাঁদাবাজ আসাদুল ফকির নামে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
সোমবার রাত আড়াইটার দিকে মিরপুর উপজেলার মশান বাজারের পাশে চারমাইল কালুগাড়া নামক স্থানে ডাকাতির প্রস্ততিকালে 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে। নিহত আসাদুল ফকির রাধানগর এলাকার মৃত. আজাহার ফকিরের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, রাত আড়াইটার দিকে কালুগাড়াতে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। টহল পুলিশ সেখানে উপস্থিত হলে ডাকাতরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। আধাঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ আসাদুল ফকিরকে আটক ও ২টা শার্টারগান, ৬ রাউন্ড গুলি, ২টা হাসোয়া, গাছ কাটা করাত উদ্ধার করে। পরে গুলিবিদ্ধ আসাদুলকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
তার বিরুদ্ধে আলমডাঙ্গার ডাবল মার্ডার, চাঁদাবাজি, অপহরণ ও ডাকাতিসহ অর্ধডজন মামলা রয়েছে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ সালাহ উদ্দীন