মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি রায় কার্যকর করার প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন কারা কর্মকর্তারা।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ফাঁসির প্রস্তুতি বৈঠকে ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল, কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, জেলার নেসার আলমসহ বেশ কয়েকজন কারা কর্মকর্তা।
উল্লেখ্য, সোমবার রাতে নিজামীর ফাঁসি বহাল রেখে রিভিউ আবেদন খারিজের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি কারাগারে পৌঁছানোর পর নিজামীকে ফাঁসিতে ঝোলানোর চূড়ান্ত প্রস্তুতি চলছে। রাতেই কারাগারের কনডেম সেলে থাকা নিজামীকে রায়টি পড়ে শোনানো ছাড়াও তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ সালাহ উদ্দীন