পাঁচ হাজার ৭২৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ৭টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বৈঠকে ৫ হাজার ৭২৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে মোট ৭টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ৭৬৯ কোটি ৩৫ লাখ, প্রকল্প সাহায্য ২ হাজার ৯৪৮ কোটি ৯৯ লাখ এবং নিজস্ব তহবিল থেকে ৯ কোটি ৯ লাখ টাকা ব্যয় করা হবে।
অনুমোদিত প্রকল্প হলো- ‘সিলেট বিভাগ পল্লী বিদ্যুাতায়ন কার্যক্রম সম্প্রসারণ এবং বিআরইবি’র সদর দফতরে ভৌত সুবিধা দিয়ে উন্নয়ন’, ‘প্রো-পুওর স্লাম ইন্টগ্রেশন প্রেজেক্ট’, ‘মংলা বন্দর হতে রামপাল বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত পশুর চ্যানেল ক্যাপিটাল ড্রেজিং’, ‘১৭টি আঞ্চলিক পার্সপোট অফিস নির্মাণ’, ‘মেঘনা নদীর ভাঙ্গন হতে ভোলা জেলার চরফ্যাশন পৌর শহর সংরক্ষণ’, ‘বাংলাদেশ স্কাউটিং সম্প্রসারণ ও স্কাউট শতাব্দি ভবন নির্মাণ’ এবং ‘সেকেন্ডারি অ্যাডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস অ্যানহ্যান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ)।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৬/মাহবুব