মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড কার্যকরের তোড়জোড়ের মধ্যে মঙ্গলবার রাতে তিনি একথা জানান।
তিনি আরও বলেন, ক্ষমা না চাওয়ায় নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করতে নির্বাহী আদেশ কারা কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।
এদিকে, মঙ্গলবার রাত ৮টার দিকে নিজামীর সঙ্গে দেখা করতে তার পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে যান।
নিজামীর পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ তার পরিবারের সদস্যদের দেখা করার অনুমতি দেয় বলে জানান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন।
উল্লেখ্য, বিচারপতিদের স্বাক্ষর ও প্রয়োজনীয় নির্দেশনাসহ আনুষ্ঠানিকতা শেষে সোমবার সন্ধ্যায় নিজামীর রিভিউ আবেদন খারিজ করে দেওয়া রায়ের কপি কারাগারে পৌছায়। এরপর নিজামীকে রায় পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৬/মাহবুব