মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগার ত্যাগ করেছেন স্ত্রীসহ তার পরিবারের ২৬ জন সদস্য।
কারাগারের মধ্যে দেড় ঘণ্টা নিজামীর সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তার স্বজনরা কারাগার ত্যাগ করেন।
এর আগে, মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে তারা নাজিমুদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত হন। এরপর কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা ভেতরে প্রবেশ করেন।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটে রাজধানীর বনানীর জে ব্লকের ১৮ নম্বর রোডের ৬০ নম্বর বাড়ি ‘মিশন নাহার’ থেকে তিনটি গাড়িতে কারাগারের পথে রওনা হন নিজামীর পরিবারের কয়েকজন সদস্য।
জানা গেছে, স্বজনদের মধ্যে রয়েছেন নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী, বড় ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন, বড় পুত্রবধূ, দুই নাতি, ছোট মেয়ে মহসীনা, নিজামীর চাচাতো ভাই ও ভাইয়ের মেয়েসহ নিকট আত্মীয় ২৬ জন।
এর আগে নিজামীর সঙ্গে দেখা করার জন্য পরিবারের সদস্যদের জানিয়েছিলো কারা কর্তৃপক্ষ। সেই মোতাবেক নিজামীর সঙ্গে দেখা করতে বের হয়েছেন তার স্বজনেরা।
কারাগারে পৌঁছানোর আগে নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন জানিয়েছিলেন, দু`দিন আগে পরিবারের পক্ষ থেকে দেখা করার জন্য আবেদন করা হয়েছিল। তবে কারা কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। আজ বিকেলে কারা কর্তৃপক্ষ যোগাযোগ করায় পরিবারের সদস্যরা দেখা করতে যাচ্ছেন।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৬/মাহবুব