জল্লাদ রাজুর নেতৃত্বে ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে কারা সূত্রে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় জেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আবুল, হযরত, সাত্তার, রনি, ইকবাল, মাসুদ ও মুক্তার জল্লাদকে নিয়ে জল্লাদ রাজু মহড়া দেন।
উল্লিখিত জল্লাদদের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের জন্য আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল।
কারা সূত্র জানায়, আসামিকে কনডেম সেল থেকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যাওয়া, মঞ্চে ওঠানো, দণ্ডিতের গলায় কালো কাপড় পরানো, দড়ি পরিয়ে দেওয়া এবং সর্বশেষে কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর করার একটি মহড়া কারা অভ্যন্তরে হয়েছে।
রাজুর নেতৃত্বে ফাঁসির রায় কার্যকরের কথা রয়েছে। যদি কোনো কারণে রাজু ফাঁসি কার্যকরে অংশ নিতে না পারেন তাহলে আবুল, হযরত বা সাত্তার এ সুযোগ পাবেন বলে জানিয়েছে কারা সূত্র।
বিডি-প্রতিদিন/এস আহমেদ