মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সারাদেশের পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তা বাড়ানো হয়েছে কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামে প্রধান বিচারপতির গ্রামের বাড়ি ও একই উপজেলার শমসেরনগর ইউনিয়নের সিঙ্গাউলি গ্রামে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেকার উদ্দিনের বাড়িতেও।
এদিকে মঙ্গলবার বিকাল থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নিরাপত্তা আরও জোরদার হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সড়কে গাড়ি চলাচল। কারাফটকের সামনে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও অবস্থান নিয়েছে। সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও উপস্থিতি দেখা গেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ