যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন।
রাত ১০টা ৬ মিনিটে সিভিল সার্জন আব্দুল কাদের মৃধা এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার মসজিদের পেশ ঈমাম মাওলানা মনির হোসেন কারাগারে প্রবেশ করেন। আজ রাতে নিজামীর ফাঁসি কার্যকর করা হবে।
এরপর সোয়া ১০টার দিকে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন এবং দুইজন ম্যাজিস্ট্রেট কারাগারে প্রবেশ করেন। এরপর ঢাকা মেট্টোপলিট্রন পুলিশ কমিশনারের প্রতিনিধি হিসেবে গোয়েন্দা কর্মকর্তা শেখ নাজমুল আলম প্রবেশ করেন।
এর আগে নিজামীর সঙ্গে দেখা করতে তার স্বজনদের কারাগারে আসার জন্য বলে কারা কর্তৃপক্ষ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী, ছেলে অ্যাডভোকেট নাজিব মোমেনসহ পরিবারের ২৬ জন সদস্য তিনটি গাড়িতে করে বনানীর বাসা থেকে রওনা হন। রাত পৌনে ৮টার দিকে তারা কারাগারে এসে পৌঁছান। এরপর তারা একে একে কারাগারে প্রবেশ করে দেখা করেন। তবে ২৬ সদস্যের সবাই নিজামীর সঙ্গে দেখা করতে পেরেছেন কীনা তা নিশ্চিত হওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ