যুদ্ধাপরাধী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসিতে উল্লাসে ফেটে পড়ে শাহবাগ চত্তর। সন্ধ্যার পর থেকেই গণজাগরণ মঞ্চের কর্মী ও সাধারণ জনতা বিভিন্ন স্লোগান, দেশাত্মবোধক গানে গানে নিজামীর ফাঁসির জন্য অপেক্ষা করছিলো।
রাতে ফাঁসি কার্যকরের খবর শাহবাগে পৌঁছলে সাথে সাথে উল্লাসে ফেটে পড়ে উপস্থিত জনতা।
এসময় 'হাট্টিমাটিম তারা মাঠে আন্ডা, নিজামীর ফাঁসি হলে মাথা হবে ঠান্ডা'; 'আমার কাছে খবর আছে, ফাঁসির মাত্র কয়েক মিনিট বাকি আছে'; 'দে দে দে ফাঁসি দে, নিজামীরে ঝুলায় দে' এমন সব স্লোগানে মুখরিত ছিল শাহবাগ চত্তর।
বিডি প্রতিদিন/ ১১ মে, ২০১৬/ হিমেল-০২