সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন আর নেই। বুধবার ভোর ৪টার দিকে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে প্রায় ১ মাস ধরে ভারতের ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রতিমন্ত্রী।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া তিনি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রমোদ মানকিন ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ৪ বারের সংসদ সদস্য ছিলেন। এছাড়া হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য পদে দায়িত্ব পালন করছিলেন।
বিডি প্রতিদিন/ ১১ মে, ২০১৬/ হিমেল-০৩