মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি মঙ্গলবার রাতে কার্যকর করা হয়। এদিন দিবাগত রাত ১২টা ১০মিনিটে জল্লাদ তানভীর হাসান রাজুর নেতৃত্বে তার ফাঁসি কার্যকর করা হয়। এর আগে, দিনভর চলে ফাঁসির প্রস্তুতি। ফাঁসি কার্যকরের হবে জানতে পেরে টেনশনে তিনি সারাদিন খেয়েছিলেন কি না এই প্রশ্ন অনেকের। আবার খেলেও তার খাবারের আইটেমে কি ছিল, তা নিয়ে অনেকের কৌতুহল রয়েছে।
কারা কর্তৃপক্ষ সূত্র বলছে, দুপুরে খাবারের আগে তিনি গোসল করেন। জোহরের নামাজ আদায় করেন। পরে তাকে দুপুরের খাবার হিসেবে দেওয়া হয় ভাত, ডাল, রুই মাছ ও করলা ভাজি। তিনি খাবার খেয়ে আবার কোরআন তেলাওয়াত ও তসবিহ পাঠ শুরু করেন।
এরপর রাতের খাবারের আগে তিনি এশার নামাজ আদায় করেন। পরে রাতের খাবার দেওয়া হয়। তার খাবারের মেন্যুতে ছিল ভাত, ডাল ও মাছ। তিনি রাতের খাবার শেষ করে পরিবারের সঙ্গে দেখা করেন। পরিবারের পক্ষ থেকে তার প্রিয় কিছু খাবার সঙ্গে করে নিয়ে যাওয়া হয়। তিনি সে খাবারও খেয়েছেন।
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৬/মাহবুব