চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী। এবার পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন শিক্ষার্থী।
বুধবার সকাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
পরে দুপুর একটার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে অানুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। এরপরেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, ইন্টারনেট অথবা মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে ফল জানতে পারবে।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ আট হাজার ৫৯০ জন ছাত্রী।
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৬/মাহবুব