মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী মতিউর রহমান নিজামী ফাঁসি কার্যকরের সময় কোনো প্রতিক্রিয়া দেখাননি। বরং পুরো সময় ছিলেন নির্বিকার। ফাঁসির মঞ্চে নিয়ে যেতে তাকে কোনো জোর-জবরদস্তিও করতে হয়নি বলে জানা গেছে।
ফাঁসি কার্যকরের সময় ডিএমপি কমিশনারের প্রতিনিধি হিসেবে সেখানে ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) শেখ নাজমুল আলম।
তিনি বলেন, কনডেম সেল থেকে বের করে আনার সময় স্বাভাবিকভাবে হেঁটে এসেছেন নিজামী। তাকে কোনো জোর-জবরদস্তি করতে হয়নি। যমটুপি থেকে শুরু করে ফাঁসির দড়ি গলায় পরানোর সময় পর্যন্ত নির্বকার ছিলেন তিনি। কোনো প্রতিক্রিয়া দেখাননি।
বিডি প্রতিদিন/ ১১ মে, ২০১৬/ হিমেল-১২