বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সর্বশেষ অবস্থা জানাতে ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিবিদদের ব্রিফিং দেবে সরকার। আজ সোমবার দুপুরে পররাষ্ট্র সচিব শহীদুল হক তাদের ব্রিফ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র একথা জানায়। খবর বাংলানিউজের
ইউরোপ, আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর কূটনীতিকরা এ ব্রিফিংয়ে অংশ নেবেন বলে জানা যায়।
সম্প্রতি বাংলাদেশে বসবাসকারী মিয়ানমার নাগরিকদের সঠিক সংখ্যার খোঁজে প্রথমবারের মতো রোহিঙ্গা শুমারি করছে সরকার। এ শুমারি সম্পর্কে বিস্তারিত তথ্য তাদের জানানো হবে বলে মনে করা হচ্ছে।
শুমারিতে উঠে এসেছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজারে অবস্থিত দুটি ক্যাম্পে প্রায় ৩২ হাজার নিবন্ধিত রোহিঙ্গা রয়েছেন। এর বাইরেও প্রায় তিন লাখের মতো রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলায় অবস্থান করছেন।
বিডি-প্রতিদিন/২০ জুন ২০১৬/শরীফ