আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার সকাল থেকে সদরঘাটে বিশেষ স্টিমার সার্ভিসের সেবা শুরু হয়েছে। চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের(বিআইডব্লিউটিসি) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশা এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের কথা মাথায় রেখে আজ (বুধবার) থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের বিশেষ স্টিমার ও ফেরি সার্ভিস শুরু হচ্ছে। এ সার্ভিস আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে। প্রয়োজনে সার্ভিসটি বর্ধিত করা হবে।
সদরঘাট নদীবন্দর সূত্রে জানা গেছে, বিআইডব্লিউটিসির নিয়মিত সার্ভিস-এর পাশাপাশি ঢাকা-চাঁদপুর- বরিশাল-খুলনা নৌরুটে অত্যাধুনিক বিলাসবহুল যাত্রাবাহী জাহাজ এমভি বাঙালি ও এমভি মধুমতি রয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৬/মাহবুব