মেয়াদ শেষ হওয়ার ১০ দিন আগেই সরিয়ে দেওয়া হলো অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আব্দুল হামিদকে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আবদুল হামিদকে অপসারণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল আগেই। সে অনুযায়ী বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে চিঠি পাঠানো হয় অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে।
চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে অপসারণের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত বলেন, এমডিকে অপসারণের চিঠি আজকে পেয়েছি। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ক্ষমতার অপব্যবহার করে ৭৯২ কোটি টাকা ঋণ বিতরণ করার অভিযোগে এই শাস্তি পেলেন সৈয়দ আবদুল হামিদ। গত বুধবার গভর্নর তাকে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
এমডি হিসেবে হামিদের মেয়াদ ছিল আগামী ১০ জুলাই পর্যন্ত।
বিডি-প্রতিদিন/এস আহমেদ