গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁর হামলার ঘটনার পর থেকে ছয়জন ইতালীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তাদের সহকর্মীরা। নিখোঁজ ব্যক্তিরা হলেন বিন চ্যান জো, নাদিয়া বেন ডেপ্তি, আদি, মারাকা, মারিয়া ও সিমনি। তারা স্টুডিও টেক্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে কাজ করেন।
শনিবার সকাল সোয়া ১০টায় ঘটনাস্থল থেকে ওই প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যবস্থাপক ফারুক আলম খতিব তাদের নিখোঁজের কথা জানান। তিনি জানান, তাদের প্রতিষ্ঠানে কর্মরত ওই ছয় ইতালীয় নাগরিক গতকাল রাতে দুটি গাড়িতে করে এই রেস্তোরাঁয় খেতে আসেন। হামলার পর দুই চালক পালিয়ে যায়। এরপর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশও তাদের সন্ধান দিতে পারছে না।
বিডি-প্রতিদিন/এস আহমেদ