গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে নিহত পাঁচ হামলাকারীর ছবি প্রকাশ করেছে পুলিশ হেড কোয়ার্টার্স। শনিবার রাতে হেড কোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান ই-মেইলের মাধ্যমে গণমাধ্যমে ছবিগুলো পাঠান।
এর আগে শনিবার রাতে হামলাকারীদের অস্ত্রসহ ছবি প্রকাশ করে ইসলামিক স্টেটস (আইএস)। এদিন সাইট ইন্টেলিজেন্সের মাধ্যমে ছবিগুলো প্রকাশ করা হয়।
উল্লেখ্য, শুক্রবার গুলশানের ঐ রেস্টুরেন্টে বন্দুকধারীরা অতর্কিত হামলা চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যা করে। একই সঙ্গে অস্ত্রের মুখে ওই রেস্টেুরেন্টে দেশি-বিদেশে বেশকিছু জনগণকে জিম্মি করে। দীর্ঘ ১৫ ঘণ্টা পর কমান্ডো অপারেশনের মাধ্যমে জিম্মিদের মুক্ত করা হয়। তবে অভিযান শেষে হামলাকারীসহ মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হয়ে বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিডি প্রতিদিন/৩ জুলাই ২০১৬/হিমেল-০২