গুলশানের হলি আর্টিসান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার শিকড় খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবনে ঢাকা সফররত জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
শেখ হাসিনা বলেন, 'এটা খুবই দুঃখজনক, আমরা এ হামলার শিকড় খুঁজে বের করবো। একই সঙ্গে কারা তাদের অর্থ ও অস্ত্র-বিস্ফোরক সরবরাহ করেছেন তাও উন্মোচন করা হবে।'
উল্লেখ্য, হলি আর্টিসান বেকারিতে বন্দুকধারীদের হামলায় ৬ জঙ্গি ও ২ পুলিশ কর্মকর্তাসহ মোট ২৮ জন প্রাণ হারান। এদের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক। অবশ্য হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এক আমেরিকানও রয়েছেন যার নাম অবিনতা কবির।
বিডি-প্রতিদিন/৩ জুলাই ২০১৬/শরীফ