হাইকোর্টের রায়ে ন্যায়বিচার পাননি বলে জানিয়েছেন জিয়া পরিবারের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, আমরা সর্বোচ্চ আদালতে আপিলের ব্যাপারে চিন্তা ভাবনা করছি।
আজ বৃহস্পতিবার হাইকোর্টে অর্থপাচার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
ওই রায়ে তারেক রহমানের ৭ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
কায়সার কামাল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপণ্ণ করার জন্য তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, যেন তাকে রাজনীতি থেকে বিতাড়িত করা যায়। মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে রাজনীতি থেকে নিবৃত্ত করা যাবে না।
তিনি বলেন, নিম্ন আদালতে এই মামলায় খালাস পেলেও হাইকোর্ট তারেক রহমানকে সাজা দিয়েছে। আমরা আশা করি, আপিলে ন্যায়বিচার পাব।
বিডি-প্রতিদিন/এস আহমেদ