মেঘনা সেতুর উপর ট্রাক বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা অভিমুখে দীর্ঘ ৭ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় এ যানজট সৃষ্টি হয়।
সকাল সাড়ে ৬ টার দিকে এ যানজটের সৃষ্টি হয় বলে নিশ্চিত করেন ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামরুজ্জামান রাজ। তিনি জানান, মেঘনা সেতু সংলগ্ন জামালদী এলাকা থেকে ভবেরচর এলাকা পর্যন্ত ঢাকা অভিমুখে ৭ কিলোমিটার যানজট দেখা দেয়।
৪ ঘন্টা পর বেলা সাড়ে ১১ টার দিকে বিকল ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যানজট কমতে শুরু করে। তবে ছুটির দিনে যানবাহনের চাপ থাকায় এ রিপোর্ট লেখার সময় বেলা পৌনে ১২ টার দিকে মহাসড়কে ঢাকা অভিমুখে ধীর গতিতে যানবাহন চলাচল করছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ