যশোরের বেনাপোল সীমান্তে ইছামতি নদীর তীরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহীদ (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার ভোর ৪টার দিকে সীমান্তের পুটখালী গ্রামের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত শহীদ বেনাপোলের পুটখালী গ্রামের ছবেদ আলীর ছেলে।
এলাকাবাসী জানান, ভোরে শহীদসহ কয়েকজন গরু ব্যবসায়ী ইছামতি নদীপাড়ে ভারত থেকে আসা গরু নিতে অপেক্ষা করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়লে শহীদ গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায়। পরে তার মরদেহ ভেসে উঠে।
২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার সামসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহীদের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/২৩ জুলাই, ২০১৬/মাহবুব