একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) শুনানি আগামীকাল সোমবার।
গত ২১ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বারকোর্ট বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি রিভিউ শুনানির এ দিন ধার্য করেন। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, মৃত্যুদণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার জন্য গত ১৯ জুন আবেদন করেন মীর কাসেম আলী। আবেদনে ১৪টি আইনগত যুক্তি তুলে ধরে তাকে বেকসুর খালাসের আবেদন জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ জুলাই, ২০১৬/মাহবুব