ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অনুমোদিত ওজনের তুলনায় অতিরিক্ত পণ্য বোঝাইয়ের অভিযোগে ৪৭টি গাড়ির বিরুদ্ধে নিয়মিত মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১৬টি ট্রাক ও কাভার্ড ভ্যানের মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার বড় দারোগার হাট এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রুহুল আমিন।
রুহুল আমিন বলেন, মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৭০টি পণ্যবাহী গাড়ির ওজন পরীক্ষা করে। এ সময় দেখা যায় ৬৩ টি গাড়ি অনুমোদিত ওজনের তুলনায় ৪ থেকে ১২ টন পর্যন্ত অতিরিক্ত পণ্য পরিবহন করছে। এর মধ্যে ১৬ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিককে মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ এর ১৫৪ ধারা অনুযায়ী ১৬ হাজার টাকা জরিমানা ও ৪৭টি যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ