সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, যেসব বেসরকারি সংস্থা (এনজিও) রাষ্ট্র বিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছে, তদন্ত করে তাদের লাইসেন্স বাতিল করা হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের একাদশ অধিবেশনে মঙ্গলবারের প্রশ্নোত্তর পর্বে সাগুফতা ইয়াসমিন এমিলির এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদে এ তথ্য জানান। সাগুফতা ইয়াসমিন প্রতিমন্ত্রীর কাছে জানতে চান- কিছু কিছু এনজিও আছে যারা রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কি না?
জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমি সবেমাত্র একমাস হলো দায়িত্ব নিয়েছি। এখনো মন্ত্রণালয়ের সবকাজ বুঝে উঠতে পারিনি। তবে আমি আশ্বস্ত করছি, যেসব এনজিও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত, তদন্ত করে তাদের লাইসেন্স বাতিল করা হবে।
অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকার বিরোধী কোনো কাজে যদি কোনো এনজিও যুক্ত থাকে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ