ঢাকার কল্যাণপুরে অপারেশন 'স্টর্ম টোয়েন্টি সিক্স'-এ হতাহত সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এতে অভিযানে নিহত নয়জন ও আহত একজনসহ অজ্ঞাতপরিচয় আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে মিরপুর মডেল থানায় পুলিশের পক্ষ থেকে এ মামলা করা হয় বলে জানিয়েছেন থানার ওসি ভূঁইয়া মাহবুব হোসেন।
এর আগে, কল্যাণপুরের ৫ নম্বর সড়কে গত সোমবার গভীর রাত থেকে গোলাগুলির পর সোয়াটের বিশেষ অভিযানে নিহত হন সন্দেহভাজন নয় জঙ্গি। সেই অভিযানের আগেই গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হন মো. রাকিবুল হাসান রিগান নামের এক তরুণ, যাকে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৮ জুলাই, ২০১৬/মাহবুব