বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার গাড়ীদহ নামক স্থানে যাত্রীবাহী বাসের সাথে মুরগীর খাদ্য বোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সোহেল রানা জানান, রাত পৌনে ৯টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর গাড়ীদহ বাবলু পেট্রল পাম্পের কাছে বগুড়া থেকে সিলেটগামী মামুন পরিবহনের সাথে বগুড়াগামী একটি মুরগীর খাদ্য বোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও কমপক্ষে ১০/১২ জন আহত হয়। আহত কয়েকজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেয়া হয়েছে। হাসপাতালে নেয়ার পথে আরও ২ জন মারা যায়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলম জানান, দুর্ঘটনায় নিহত ২ জনের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। দুর্ঘটনায় আহতদের ২জন বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।