পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি বলেছেন, দেশে এখন যা শুরু হয়েছে তা তারাই করছে, যারা এখন ক্ষমতায় নেই। তারা ক্ষমতায় যাওয়ার জন্যই মানুষ হত্যার মত জঘন্য কাজে ব্যস্ত হয়েছে। তারা ইসলামের চরম ক্ষতি করছে। আর এর অর্থের যোগান দিচ্ছে ইহুদিরা।
মন্ত্রী শনিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ডে) বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন'র কুমিল্লা বিভাগীয় (প্রস্তাবিত) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, যারা মনে করেন মানুষ মেরে বেহেশতে যাওয়া যায়, তারা কখনও মুসলমান নয়। মহানবীর বিদায় হজ্জ্বের ভাষণ অনুসরণ করলে পৃথিবীতে কখনও জঙ্গি থাকবে না, মুসলিম পৃথিবীতে কোন হানাহানি থাকবেনা।
মন্ত্রী বলেন, আমাদের দেশের সাম্প্রতিক যেসব জঙ্গি ঘটনা ঘটেছে তারা আইএস’র জঙ্গি নয়। আমাদের দেশে সৃষ্ট জঙ্গি। স্থানীয়ভাবে তাদের তৈরি করা হয়েছে। কারা তৈরি করেছে তা সরকারের কাছে পরিষ্কার।
মানুষ মেরে রাজনীতি নয় উল্লেখ করে মন্ত্রী বলেন- মানুষের কল্যাণে রাজনীতি করে দেশও মানুষের কল্যাণে সকল নাগরিকদের ঐক্যবদ্ধ করে সত্যের পথে আনতে হবে। মানুষের মাঝে দেশ প্রেম ও মমত্ববোধ বাড়াতে হবে। দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ দেশে আমাদের। আমাদেরই এদেশকে রক্ষা করতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। বক্তব্য রাখেন- এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোজ্জাম্মেল হক সরকার বকুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বিরু, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু, চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, বরুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেনসহ আরো অনেকে।
সম্মেলনে কুমিল্লা বিভাগের ৩৩জন উপজেলা চেয়ারম্যান, ১৭জন নারী ভাইস চেয়ারম্যান ও ১২জন ভাইস চেয়ারম্যান অংশ নেন। এসময় ২১সদস্য বিশিষ্ট কুমিল্লা বিভাগীয় উপজেলা পরিষদ এসোসিয়েশন গঠন করা হয়। এতে সভাপতি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার ও সাধারণ সম্পাদক কুমিল্লার হোমনা উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা।
পরে বিকালে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে সামনে জঙ্গিবাদ বিরোধী এক মানববন্ধনে অংশ নেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা।
বিডি প্রতিদিন/ ৩০ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন