কয়েকদিন আগেও রাজশাহীর গরুরহাটগুলোতে দেশীয় খামারে পালিত গরুর আধিক্য ছিল বেশি। হঠাৎ ভারতীয় গরু-মহিষে সয়লাব হয়ে গেছে মহানগরীসহ জেলার অধিকাংশ পশুরহাট। শুক্রবার রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় পশুরহাট সিটিবাইপাস হাটে ভারতীয় গরু আমদানির দৃশ্য ছিল চোখে পড়ার মত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার থেকে মহানগরীর সিটিহাটসহ বিভিন্ন গরুরহাটে ভারতীয় গরুর উপস্থিতি বেড়েছে। এ কারণে গরুর দাম কমতির দিকে।
সিটিহাটে গরু কিনতে গিয়েছেন ঢাকার জুরাইনের গরু ব্যবসায়ী আমজাদ হোসেন। তিনি বলেন, বরাবরের মতো এবারো রাজশাহী থেকে গরু কেনার জন্য এসেছি। দুই একদিনের মধ্যেই গরুর দাম সীমার মধ্যে আসবে বলে ধারণা করছি।
রাজশাহী সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান কালু বলেন, আমাদের হাটে প্রথম থেকে দেশি গরু-ছাগলের উপস্থিতি ভালোই ছিল। কিন্তু ভারতীয় গরু হাটে না আসলে হাট জমবে না। তাই হাটে ভারতীয় গরুর আমদানি শুরু হয়েছে। তিনি আরো বলেন, আগের চেয়ে হাট জমে উঠেছে। ক্রেতা বিক্রেতাদের দর কষাকষির মধ্যে দিয়েই গরুর দাম নির্ধারণ করা হচ্ছে। হাটের নিরাপত্তায় আমরা সবরকম ব্যবস্থা নিয়েছি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ