টঙ্গীর বিসিক শিল্প এলাকায় ট্যাম্পাকো লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় আশপাশের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কারখানটির উত্তর পাশেই এক-দুই কক্ষ বিশিষ্ট ছোট ছোট টিনশেড ঘর রয়েছে রেল লাইন পর্যন্ত। ভবনটি ধসে পড়ার পর কংক্রিট পড়ে টিনশেড ৮-১০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আশিক (১৫) নামে এক কিশোর আহত হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
কারখানার পাশের বাসিন্দা ফুলেজা খাতুন বলেন, ''আমি ভোরে নামাজ পড়ছিলাম, তখন বিকট শব্দ পাই। বের হয়ে দেখি কারখানার উপর দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এরপর দেখি আগুন জ্বলে। কিছুক্ষণ পর কারখানটি দেবে যায়।''
প্রসঙ্গত, শনিবার ভোরে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় ট্যাম্পাকো লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এবং হাসপাতাল ও ফায়ার সার্ভিসের কর্মীরা। হতাহতরা টঙ্গী ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ