গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা দেবে সরকার। আজ দুপুরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী জানান, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। এদিকে নিহতদের মধ্যে শ্রমিক ছাড়া এক রিকশাচালকের নামও পাওয়া গেছে। তবে তার অনুদান পাওয়ার বিষয়টি এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে গাজীপুর জেলা প্রশাসন নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়েছে। জেলা প্রশাসক এস এম আলম ঘটনাস্থল পরিদর্শনের সময় এই ঘোষণা দেন।
উল্লেখ্য, আজ সকালে ট্যাম্পাকো ফয়েলস নামে ওই প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ২২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/১০ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-২১