টঙ্গীর ট্যাম্পাকো কারখানায় বয়লার বিস্ফোরণের পর মৃত্যুভয়ে পানির ট্যাংকের ভেতরে ঢুকেও বাঁচতে পারলেন না এক শ্রমিক। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বয়লার বিস্ফোরণের ঘটনায় আগুন ধরে গেলে কয়েকজন শ্রমিক পানির ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। সেখানে গরম পানিতে দগ্ধ হয়ে এক শ্রমিক নিহত হন।
কারখানার পাশের বাসিন্দা সালেহা বেগম বলেন, ‘ভোরবেলা তখনও কেউ ঘুম থেকে ওঠেনি। হঠাৎ বিস্ফোরণ। বাইরে বের হয়ে দেখি সব সময় যে বড় লোহার পাইপটি দিয়ে ধোঁয়া উড়তে দেখা যায় সেটা ফেটে উড়ে উড়ে পাশের সব বাড়িতে গিয়ে পড়ছে। তিনতলা, চারতলায় ছেলেরা জানালার পাশে এসে চিৎকার করছিল ‘বাঁচাও বাঁচাও’।’
প্রসঙ্গত, শনিবার ভোরে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় ট্যাম্পাকো লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত অর্ধশতাধিক। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এবং হাসপাতাল ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ