ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এ সময় অন্তত কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার কান্দিলায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
টাঙ্গাইল মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আশরাফ উল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচ জন নিহত ও অন্তত ২০ জন আহত হন।
সহকারী পুলিশ সুপার জানান, ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের উদ্ধার করেছে। এদের মধ্যে দুই জন নারী ও দুই জন পুরুষ। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ