গাজীপুরের টঙ্গী শিল্প নগরী বিসিক প্লট-নং বি-২/৩ সোনালী ব্যাংকের দক্ষিণ পাশে অবস্থিত ট্যাম্পাকো কারখানা। শনিবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি উদ্যোগে নিহতদের পরিবারে দুই লাখ টাকা এবং আহতদের মাঝে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে। আজ সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসে শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু এ ঘোষণা দেন। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিহতদের ৫০ হাজার টাকা এবং আহতদের দশ থেকে পচিশ হাজার টাকা দেয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি মেয়র(ভারপ্রাপ্ত)আসাদুর রহমান কিরণ।
এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকেও আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম। অপরদিকে শনিবার বিকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসদুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সিটি মেয়র আসাদুর রহমান কিরণ, পুলিশ কর্মকর্তা সালাম, হারুন-অর রশিদ প্রমুখ।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসদুজ্জামান খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, কোরবানি ঈদের পূর্ব মুহূর্তে এমন একটি ঘটনা অবশ্যই দুঃখজনক। ঘটনা তদন্ত শেষে কারখানা মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা কেমিক্যাল ব্যবহার করেন তাদের সতর্ক থাকতে হবে। কারখানার ভেতরে অতিরিক্ত কেমিক্যাল থাকায় আগুনের তীব্রতর বেশি।
বিডি প্রতিদিন/১০ সেপ্টেম্বর, ২০১৬/আফরোজ