রাস্তার জট ছেড়েছে। দুপুরের পর থেকে কোথাও তেমন যানজট নেই। গার্মেন্টস শ্রমিকরা চলে যাবার পর এখন রাস্তা ফাঁকা হতে শুরু করেছে। ঈদ পর্যন্ত আর কোথাও যানজটের আশঙ্কাও নেই।
শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু (বাংলাদেশ-জাপান মৈত্রী সেতু-১) থেকে সড়ক পরিস্থিতির এমন কথা জানাচ্ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, আগামী দু’দিন কোথাও আর যানজট হবে না। গাড়ি থেমে থাকছে না কোথাও। জটও নেই। এ অবস্থায় স্বস্তিতেই মানুষ বাড়ি ফিরছে’।
শনিবার সকাল হতেই রাস্তায় বের হন ওবায়দুল কাদের। গাবতলী থেকে সাভার, নবীনগর, চন্দ্রা এলাকা পর্যবেক্ষণ করেন। এরপর রাতে যান মেঘনা সেতু এলাকায়।
বিডি-প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব