দৌলতদিয়া ও পাটুলিয়া ঘাটে ফেরি চলাচলে বিঘ্নিত হওয়ায় ঈদে ঘরমুখো মানুষের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৪০ কিলোমিটার এলাকায় গাড়ি থেমে থেমে চলছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার পর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা যায় যানবাহন থেমে থেমে চলছে। তবে এই যানজট ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলস কাজ করে যাচ্ছেন।
ঢাকা থেকে রংপুরগামী এক পরিবহন শ্রমিক জানান, রাত সোয়া ১১টায় গাজীপুরের চান্দরা পার হয়ে বর্তমানে টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থান করছি। এখন পর্যন্ত একেবারে যানজট পাইনি। তবে মহাসড়কে যানবাহনের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় গাড়ী ধীরগতিতে চালাতে হচ্ছে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, বর্তমানে কোনো যানজট হচ্ছে না। তবে দৌলদিয়া ও পাটুলিয়া ঘাটে ফেরি চলাচলে বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সেখানকার যানবাহন এই মহাসড়ক দিয়ে চলাচল করায় দ্বিগুণ হয়েছে। এ কারণে যানজট না থাকলেও গাড়ি ধীর গতিতে চলছে বলে তিনি স্বীকার করেন।
বিডি-প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব