টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো কারখানায় ফয়েলসের ধ্বংসস্তূপ থেকে আরও ৪ জনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এ নিয়ে টঙ্গীর কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ২৯ জনে।
কারখানার ছাদের ধসে পড়া অংশ সরানোর পর ওই ৪ জনের মরদেহ পাওয়া যায় বলে জানান গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম।
শনিবার ভোর ৬টার দিকে ট্যাম্পাকো কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে ভবনের ভেতরে আগুন ধরে যায়। এ সময় ভবনের সামনের গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মী, রিকশাচালক ও দুই যাত্রীসহ ১৪ জন ঘটনাস্থলে ও হাসপাতালে আরও ১১ জন নিহত হন।
ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোশাররফ হোসেন জানান, ভবনের যে অংশ ধসে পূর্ব পাশে রাস্তার উপর পড়েছে, বিকাল সাড়ে ৪টার দিকে সেখান থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন তারা।
এ সময় জেলা প্রশাসক এসএম আলম, গাজীপুর সদরের ইউএনও মো. আশরাফ উদ্দিন এবং ফায়ার সার্ভিসের পরিচালক (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আনিস মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব