সারা দেশে ঈদের নামাজে জঙ্গি ও সন্ত্রাসী হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক পরিদর্শনে এসে মন্ত্রী বলেন, জঙ্গিদের কোন ধর্ম নেই। ঈদের জামাতেও তারা হামলার পরিকল্পনা করতে পারে। তাই প্রতিটি ঈদগাঁহ মাঠসহ বিশেষ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে।
মন্ত্রী আরও বলেন, ঈদের আগে আর যানজট থাকছে না। যানজট সম্পূর্ণ মুক্ত রাখতে মহাসড়কগুলোর প্রতিটি পয়েন্টে পুলিশ নিয়োজিত রাখা হয়েছে। তারা দিন-রাত কাজ করবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ