আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টি সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রবিবার রংপুরে নিজ বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ঈদ-উল আযহা উপলক্ষে পাঁচদিনের সফরে রংপুরে এসেছেন এরশাদ।
এরশাদ আরও বলেন, জাতীয় পার্টি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগামী ১ অক্টোবর সিলেটের হযরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু হবে।
এ সময় জাপার কেন্দ্রীয় কো-চেয়ারম্যান জি এম কাদের, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জেলা জাতীয় পার্টির আহবায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর জাতীয় পার্টির আহবায়ক মোস্তাফিজার রহমান, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ইয়াসির হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব