বৃষ্টি বিড়ম্বনায় শুরু হলো ঈদুল আজহার সকাল। রাত থেকে ঝিরিঝিরি বৃষ্টি হলেও সকাল পৌনে ৭টার দিকে বৃষ্টি বাড়তে থাকে। বৃষ্টির কারণে ঈদগাহে যেতে মুসল্লিদের বেগ পেতে হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে অংশ নিতে না পেরে অনেকে পরবর্তী জামাতে অংশ নেয়।
এদিকে বৃষ্টির কারণে রাজধানীর অনেক স্থানে মসজিদের বাইরে রাস্তায় ভিজে নামাজ পড়তে দেখা গেছে ধর্মপ্রাণ মুসল্লিদের।
জাতীয় ঈদগাহ্ মাঠে যাওয়ার পথেও বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বৃষ্টি হানা দিয়েছে দেশের অধিকাংশ স্থানে। এদিকে বৃষ্টির কারণে কোরবানি দিতেও বিড়ম্বনায় পড়েছেন ধর্মপ্রাণ মানুষ। ছাউনি না থাকায় রাজধানীতে সিটি করপোরেশন নির্ধারিত স্থানগুলোতে অনেকে পশু কোরবানি দিতে পারেননি বৃষ্টির কারণে।
এদিকে ঈদের সকালে নতুন পোশাকে শিশু-কিশোরদেরও রাস্তায় দেখা যায়নি। বৃষ্টিতে অধিকাংশ মানুষের শেষ বিনোদন আশ্রয়স্থল হয়েছে ঘরের টেলিভিশনটি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ