বৃষ্টির কারণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে ঈদ জামায়াত বিঘ্নিত হয়েছে । প্রতিবছর যেখানে লাখো মানুষ ঈদের নামাজ আদায় করেন, বৃষ্টির কারণে সেখানে এ বছর মাত্র কয়েকশ' মুসল্লি ঈদের নামাজে অংশ নিতে পেরেছেন। ঈদগাহের আড়াইশ বছরের ইতিহাসে এটাই ছোট জামাত বলে মন্তব্য করেছেন আগত মুসল্লিদের অনেকেই।
তবে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় বৃষ্টির মধ্যেই নির্ধারিত সময়ে ঈদের জামাত শুরু হয়।
এবার শোলাকিয়ার ১৮৯তম ঈদুল আজহার জামাতে ইমামতি করেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান মওলানা ফরিদ উদ্দীন মাসউদ।
এদিকে, ভোর থেকেই বৃষ্টি শুরু হওয়ায় ঈদগাহ্ মাঠে আসতে ভোগান্তিতে পড়তে হয় মুসল্লিদের।
ঈদের জামাত নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা বলয়ে মাঠের নিয়ন্ত্রণে ছিল র্যাব-পুলিশ ও এপিবিএন। এ ছাড়াও তিন প্লাটুন বিজিবি মোতায়েন ছিল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ