বাংলাদেশের জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টা ৫ মিনিটে। বৃষ্টির মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জাতীয় ঈদগাহের জামাতে অংশ নিতে হাজির হন লাখো মুসল্লি। তবে বৃষ্টি বিড়ম্বনায় অনেক মুসল্লি নামাজে অংশ নিতে পারেননি।
জাতীয় ঈদগাহে ঈদের নামাজের ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররামের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।
বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ ঈদের জামাআতে অংশ নেন।
নামাজ শেষে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ