সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নামাজ আদায় করতে আসেন হাজার হাজার মানুষ। এবার মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত এ জাতীয় মসজিদে। ইতোমধ্যে তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মসজিদের প্রথম ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। ঈদের প্রথম জামাতে রাজধানীর বিভিন্ন স্থান আসা মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন। প্রথম জামাতে ইমামতি করেন পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী। নামাজ শেষে তিনি মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া মুনাজাত করেন।
বাইতুল মোকাররাম জাতীয় মসজিদে ঈদুল আজহার দ্বিতীয় জামাত সকাল ৮টায় শুরু হয়। নামাজ শেষ হয় ৮টা ২৪ মিনিটে। ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস মাওলানা ওয়ালিয়ুর রহমান খান।
বাইতুল মোকাররমে তৃতীয় জামাত সকাল ৯টায় শুরু হয়ে ৯টা ২০ মিনিটে সম্পন্ন হয়। তৃতীয় জামাতের ইমামতি করেন মহাখালীর হোসাইনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা নজরুল ইসলাম।
বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মোট ৫টি ঈদের জামাআত অনুষ্ঠিত হবে। চতুর্থ ও পঞ্চম জামাত সকাল ১০টায় এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/১৩ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা-০১