রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ধর্মের অপব্যাখ্যা করে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। গত ঈদুল ফিতরে শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রেক্ষাপটে মঙ্গলবার ঈদুল আজহায় বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তৃতায় এই আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।
আবদুল হামিদ বলেন, সকল ধর্মের মূলবাণী হচ্ছে মানবকল্যাণ। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ কোনো ধর্মই সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম। তাই ধমের্র অপব্যাখ্যা করে কেউ যাতে সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পালনে হযরত ইব্রাহিম (আ.) এর ত্যাগ থেকে শিক্ষা নেওয়ার আহ্বানও জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, কোরবানি আমাদের আত্মত্যাগের শিক্ষা দেয়। ধনী-দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে গড়ে ওঠে পরস্পরের প্রতি সহমর্মিতা। ভালোবাসা ও ত্যাগের এই আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই পারস্পরিক হিংসা-বিদ্বেষ কমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ