শফিউল বারি বাবুকে সভাপতি ও আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে অনুমোদন দিয়েছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে মোস্তাফিজুর রহমানকে। সহ সভাপতি হয়েছেন গোলাম সারোয়ার।
এছাড়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন ইয়াসিন আলী। ১ নম্বর যুগ্ম সম্পাদক করা হয়েছে সাইফুল আলম ফিরোজকে। যুগ্ম সম্পাদক হয়েছেন সাদরাদ জামান।
এদিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে সাদেক আহমেদ খানকে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ