আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া শেষ। আনুষ্ঠানিকভাবে আজ যেকোন সময় এ কমিটি ঘোষণা করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কমিটিতে ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদক উপেক্ষিত হয়েছেন বলে জানা গেছে। তবে ঠিকাদারী ব্যবসার সাথে জড়িত এবং অবৈধ ভিওআইপিসহ বিভিন্ন ব্যবসায় জড়িতরা এই কমিটিতে ভালো অবস্থান পাচ্ছেন। এর মধ্যে রয়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের এক সময়কার ফাইভ স্টার গ্রুপের কিছু সদস্য।
তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক সভাপতি সম্পাদকমণ্ডলীতে স্থান পাচ্ছেন যার বিরুদ্ধে সাধারণ সম্পাদককে মারধর করার অভিযোগে তার কমিটি বাতিল করা হয়েছিল। এছাড়া বিতর্কিতরা এ কমিটিতে স্থান পাচ্ছেন।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৬/হিমেল